‘হানি ট্র্যাপ’ চক্রের নারী সদস্য গ্রেপ্তার 

2 hours ago 7
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে হানি ট্র্যাপ চক্রের সনিয়া খাতুন নামে এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় জনতা আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়রা জানান, হানি ট্র্যাপ চক্রের সদস্য সনিয়া খাতুন বিয়ের প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলেন বেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে। গত ২০ অক্টোবর সন্ধ্যায় গোবিন্দগঞ্জের মাছহাটি এলাকায় কাজী অফিসে বেলালের কাছ থেকে দেনমোহর বাবদ ১ লাখ টাকা নেন আটক নারী ও তার সঙ্গে থাকা ৪/৫ জন। এ ছাড়া সাজগোজের জন্য আরও ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যান চক্রের সদস্যরা। এ ঘটনায় ভুক্তভোগী অনেক খোঁজাখুঁজি করেও তাদের না পেয়ে থানায় মামলা করেন। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে হানি ট্র্যাপ চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চক্রের অন্যদেরও আইনের আওতায় আনা হবে। এরা মূলত হানি ট্র্যাপের সক্রিয় সদস্য।
Read Entire Article