বলিউডজুড়ে মন খারাপের খবর। ধর্মেন্দ্রর অসুস্থতার পর এবার হাসপাতালে ভর্তি হয়েছেন আরেক বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া। সোমবার (১০ নভেম্বর) হঠাই অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর দ্রুত মুম্বইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় এই খ্যাতিমান এ অভিনেতাকে। ভারতীয় গণমাধ্যম ‘সংবাদ প্রতিদিন’র খবর সূত্রে এমন তথ্য জানা গেছে।
জানা গেছে, রুটিন চেক-আপের জন্যই হাসপাতালে নেওয়া হয়েছিল প্রেম চোপড়াকে। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন তিনি। পরিবার জানিয়েছে, প্রবীণ এই অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে এখনই বিস্তারিত কিছু জানাতে রাজি নয় তারা।
চলতি বছরের সেপ্টেম্বরেই ৯০ বছরে পা রেখেছেন প্রেম চোপড়া। খলনায়ক চরিত্রে অভিনয়ের জন্য তিনি বলিউডে এক অনন্য স্থান দখল করে নিয়েছেন। তার সংলাপ বলিউডপ্রেমীদের মুখে মুখে ফেরে আজও।
আরও পড়ুন
‘টাইটানিক’র জ্যাক থেকে হলিউডের কিংবদন্তি তিনি
যে কারণে ফোন ব্যবহার ছেড়েছেন হলিউডের এই অভিনেতা
প্রেম চোপড়ার জামাতা, অভিনেতা বিকাশ ভাট জানিয়েছেন, ‘ডাক্তারের পরামর্শে কিছুদিন হাসপাতালেই থাকতে হবে তাকে। পুরোপুরি সুস্থ হলেই ছাড়া পাবেন।’শেষবার রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিম্যাল’ সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল প্রেম চোপড়াকে।
এমএমএফ/জিকেএস

2 hours ago
4









English (US) ·