হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ফারুক

2 days ago 11
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সহ–সভাপতি ফারুক আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। হঠাৎ শারীরিক অসুস্থতা অনুভব করলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বিসিবি সূত্রে জানা গেছে, চিকিৎসকরা পরীক্ষার পর তার হৃদপিণ্ডে ব্লক শনাক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে রিং পরানো হয়। বর্তমানে তিনি হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন আছেন। ফারুকের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানানো হয়েছে। সবকিছু স্বাভাবিক থাকলে তাকে কেবিনে স্থানান্তর করা হতে পারে আগামীকাল। এর আগে শুক্রবার ঢাকায় একটি পাঁচ তারকা হোটেলে দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স আয়োজন করেছিল বিসিবি। তবে ফারুক আহমেদ সেখানে উপস্থিত থাকতে পারেননি। সাবেক বাংলাদেশ অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক গত বছর আগস্টে অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিসিবির সভাপতির দায়িত্ব পান। পরবর্তীতে চলতি বছরের মে মাসে তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর অক্টোবরে বিসিবির পরিচালক নির্বাচিত হয়ে সহ–সভাপতির দায়িত্ব গ্রহণ করেন তিনি।
Read Entire Article