১ ওভারে ছয় ছক্কা হাঁকালেন আফ্রিদি

2 hours ago 4

হংকং সিক্সেস টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে কুয়েতকে ৪ উইকেটে হারিয়ে জয়ী হয়ে পাকিস্তান। দলের এই জয়ে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন অধিনায়ক আব্বাস আফ্রিদি। তিনি এক ওভারের ছয় বলেই টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন, যা ছিল ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ।

কুয়েতের দেওয়া ১২৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ৫৭ রান। শেষ দুই ওভারে প্রয়োজন তখনো ৬৭ রান—যা প্রায় অসম্ভব এক সমীকরণ। কিন্তু সেই অসম্ভবকেই সম্ভব করে দেখান অধিনায়ক আব্বাস আফ্রিদি।

পঞ্চম ওভারে ইয়াসিন প্যাটেলের করা ছয় বলেই টানা ছয়টি ছক্কা হাঁকিয়ে ম্যাচে ফিরিয়ে আনেন দলকে। এর সঙ্গে নো বল ও লেগ বাই মিলে সেই ওভার থেকে পাকিস্তান তোলে মোট ৩৮ রান। শেষ পর্যন্ত ওই ম্যাচে চার উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে পাকিস্তান। আব্বাস আফ্রিদি ১২ বলে ৫৫ রানের নক খেলেন।

পাকিস্তানের জয়ের থেকেও ২৪ বছর বয়সী আব্বাসের কীর্তি নিয়ে বেশি আলোচনা হচ্ছে ক্রিকেট মহলে। ৬ ওভারের ম্যাচ হলেও আব্বাসের এই কীর্তি ক্রিকেটের রেকর্ড হিসাবে গণ্য হবে। কারণ, টুর্নামেন্টটি আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) স্বীকৃত। ফলে যুবরাজ সিংহ, হার্শেল গিবস, কাইরন পোলার্ড, জর্ডন ক্লার্ক, গারফিল্ড সোবার্স, রবি শাস্ত্রীর পাশেই থাকবে আব্বাসের নাম।

গত বছর জুলাইয়ের পর আর পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাননি আব্বাস। দেশের হয়ে ২৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ১২.২৭ গড়ে ১৩৫ রান করেছেন উমর গুলের ভাগনে।

Read Entire Article