১০ বছর পর অব্যাহতি পেলেন বিএনপি-জামায়াতের ৪৭ নেতাকর্মী
                    
            
            ঝালকাঠিতে দীর্ঘ ১০ বছর পরে মিথ্যা মামলা থেকে অব্যাহতি পেলেন জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুরসহ ৪৭ জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে বুধবার (২৯ অক্টোবর) সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়েরা জজ আদালতের বিচারক মো. আমিনুল ইসলাম সকল আসামির অব্যাহতির আদেশ প্রদান করেন।
ঝালকাঠির আদালতের পিপি অ্যাডভোকেট মাহেব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 
মামলা সূত্রে জানা গেছে, ঝালকাঠির রাজাপুর উপজেলা একটি বাস গাড়ি পোড়ানোর অভিযোগে ২০১৫ সালের ৭ ফেব্রুয়ারি এসআই মিজানুর রহমান বাদি হয়ে রাজাপুর থানায় একটি মামলা দায়ের করেন। এতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর, জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক নাছিম আকন, রাজাপুর উপজেলা জামায়াতের আমির আবু বকর মো. সিদ্দিকসহ ৪৭ জনকে আসামি করা হয়।
জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নূপুর বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মিথ্যা মামলা হয়েছে। রাজ পথে থেকে আন্দোলন-সংগ্রামের কারণে প্রায় সকল মামলায় আমাকে আসামি করা হতো। এটিও একটি মিথ্যা মামলা।
তিনি আরও বলেন, এই মামলার আসামিদের মধ্যে অনেকে দীর্ঘদিন জেল খেটেছেন। দীর্ঘ ১০ বছর পরে হলেও মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ায় ভালো লাগছে।
                     
                    
        
        
 1 day ago
                        11
                        1 day ago
                        11
                    








 English (US)  ·
                        English (US)  ·