২০ বছর সাজা ভোগের পর ৩৭ বন্দিকে মুক্তির আদেশ সরকারের

9 hours ago 4

দেশের বিভিন্ন কারাগারে আটক এমন বন্দিদের মধ্যে যারা রেয়াতসহ ২০ বছর বা তার অধিক সাজা ভোগ করেছেন, তাদের মধ্যে থেকে ৩৭ জন বন্দির অবশিষ্ট সাজা মওকুফ করে মুক্তির আদেশ জারি করেছে সরকার।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কারা অধিদপ্তরের সহকারী কারা মহা পরিদর্শক (মিডিয়া ও উন্নয়ন) মো. জান্নাত-উল ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি বলেন, মামলার প্রকৃতি, কারা বাসকালীন আচরণ, অপরাধের ধরন, বয়সসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে কারা বিধির ৫৬৯ ধারার প্রস্তাবনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, সরকারের সদয় সিদ্ধান্তের পর সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশনা পাঠানো হয়েছে এবং আদেশ প্রাপ্তির সঙ্গে সঙ্গেই মুক্তির কার্যক্রম শুরু করা হবে।

সরকারের এই সিদ্ধান্তে দীর্ঘদিন কারাগারে থাকা বন্দিদের নতুন জীবনে ফেরার সুযোগ সৃষ্টি হলো বলে কারা অধিদপ্তর সূত্রে জানা গেছে।

টিটি/এমআইএইচএস/এএসএম

Read Entire Article