৩ বছরের সাজা থেকে বাঁচতে পালিয়ে ১৫ বছর

9 hours ago 3

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুই মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি কবিরুলকে ১৫ বছর পর গ্রেপ্তার করেছে দিনাজপুরের ঘোড়াঘাট থানা পুলিশ। 

শুক্রবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে পুলিশ ও র‍্যাব-৪ যৌথ অভিযান চালিয়ে ঢাকার আশুলিয়া বাতেনটেক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সাজা থেকে বাঁচতে তিনি আশুলিয়ার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। 

গ্রেপ্তার কবিরুল ঘোড়াঘাট পৌরশহরের বাগানবাড়ি এলাকার বাসিন্দা। 

মামলা সূত্রে জানা যায়, পুলিশের কাছে ২০০৫ সালে গাইবান্ধা পলাশবাড়ীতে এবং তার আগে ২০০৩ সালে বগুড়ায় ফেনসিডিলসহ গ্রেপ্তার হন কবিরুল। এ সময় তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে দুটি পৃথক মামলা হয়। দুই মামলায় আটক থাকার পর জামিনে মুক্তি পান। সেই থেকে পলাতক ছিলেন কবিরুল। পরে দীর্ঘ শুনানি শেষে ২০১০ সালে গাইবান্ধার একটি আদালত তিন বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। একইসঙ্গে ৩ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়। 

অন্যদিকে, বগুড়ায় হওয়া আরেক মামলায় ২০২১ সালে আদালত আসামি কবিরুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ডে দণ্ডিত করেন। 

এদিকে রায় ঘোষণার পর পলাতক আসামিকে ধরতে ঘোড়াঘাট থানা পুলিশকে নির্দেশনা দেন আদালত। কিন্তু এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গ্রেপ্তার হওয়া আসামির নামে দুটি সাজা এবং আরও একটি মামলায় ওয়ারেন্ট ছিল। তিন মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দীর্ঘদিন পলাতক এই আসামি ধরতে এসআই সাব্বির আলমের নেতৃত্বে পুলিশের একটি দল র‍্যাব-৪ এর সহযোগিতায় তথ্যপ্রযুক্তির মাধ্যমে তাকে ঢাকার আশুলিয়া বাতেনটেক থেকে গ্রেপ্তার করে। সেখান থেকে শনিবার ভোরে ঘোড়াঘাট থানায় নিয়ে আসা হয়। পরে তাকে দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে। 

Read Entire Article