৩৮ বছর বয়সে এই প্রথম এমন কীর্তি গড়লেন রোহিত শর্মা

1 day ago 6
অনেকের মতে, ক্যারিয়ারের শেষলগ্নে আছেন রোহিত শর্মা। ব্যাট হাতে ভারতের আস্থার প্রতীক হয়ে আছেন দীর্ঘদিন। জিতেছেন বিশ্বকাপও। তবে কখনোই আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় শীর্ষে ওঠা হয়নি রোহিত শর্মার। অবশেষে, ভারতের সাবেক অধিনায়ক নতুন ইতিহাস গড়েছেন।  বুধবার (২৯ অক্টোবর) আইসিসির নতুন হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো বিশ্বের এক নম্বর ওয়ানডে ব্যাটার হয়েছেন রোহিত শর্মা। ৩৮ বছর ১৮২ দিন বয়সে রোহিত এখন পর্যন্ত সবচেয়ে বয়স্ক ভারতীয় হিসেবে এই শীর্ষস্থান দখল করলেন। শুভমান গিলকে হটিয়ে দুই ধাপ এগিয়ে উঠে প্রথম স্থান দখলে নেন তিনি।  গত সপ্তাহে রোহিতের রেটিং পয়েন্ট ছিল ৭৪৫। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৯৭ বলে ৭৩ রান করেন তিনি।  এরপর সিডনিতে তৃতীয় ওয়ানডেতে অপরাজিত থেকে ১২৫ বলে ১২১ রান করেন। ব্যাট হাতে এমন ধারাবাহিক পারফরম্যান্সে রোহিতের পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৮১। রোহিতের এই অর্জনের মাধ্যমে তিনি পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডেতে বিশ্বের এক নম্বর ব্যাটার হলেন। এর আগে শচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি ও শুভমান গিল পেয়েছিলেন এ মর্যাদা। নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডেতে ১৩৫ রান করার কল্যাণে ইংল্যান্ডের হ্যারি ব্রুক ২৩ ধাপ এগিয়ে ২৫ নম্বরে উঠেছেন। ব্যাটারদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন সৌম্য সরকার। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তিন ম্যাচে ১৪০ রান করা এই ওপেনারের ২৪ ধাপ উন্নতি হয়েছে। ৪৭২ রেটিং পয়েন্ট নিয়ে সৌম্য এখন ৬২ নম্বরে।  
Read Entire Article