বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের ৪৬টি কমপ্লায়েন্স অডিট রিপোর্ট প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছেন কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মো. নূরুল ইসলাম।
শনিবার (১০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তিনি প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে অডিট রিপোর্ট হস্তান্তর করেন।
প্রধান উপদেষ্টার উপ-সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানিয়েছেন।
উল্লেখ্য, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) হলেন বাংলাদেশের সর্বোচ্চ অডিট কর্তৃপক্ষ, যিনি সরকারি ব্যয় ও হিসাবের নিরীক্ষার দায়িত্বে থাকেন। তিনি একটি সাংবিধানিক পদে নিযুক্ত হন এবং তার কাজের প্রধান লক্ষ্য হলো সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা।
ইএ/জেআইএম

5 months ago
31









English (US) ·