দেশের সাত জেলায় ৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এমতাবস্থায়, বাইরে বজ্রপাত চলাকালীন ঘরের বাইরে না যাওয়ার জন্য সতর্ক করেছে সংস্থাটি।
মঙ্গলবার (১৩ মে) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, আজ দুপুর ১২টা থেকে বিকেল ৩টার মধ্যে কক্সবাজার, লক্ষীপুর, খাগড়াছড়ি, সুনামগঞ্জ, মৌলভীবাজার, রাঙামাটি ও ভোলা জেলার কিছু স্থানে ৪৫-৬০ কিলোমিটার বা তার অধিক গতিবেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
বজ্রপাত থেকে রক্ষা পেতে করণীয় : বাইরে বজ্রপাত চলাকালীন সময়ে ঘরের বাইরে যাবেন না।
বজ্রপাতের একাধিক শব্দের মধ্যে সর্বশেষ যেই শব্দটি শুনবেন সেটি থেকে কমপক্ষে ৩০ মিনিট ঘরেই অবস্থান করুন।
এদিকে সোমবার রাতে সংস্থাটির দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো/বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

                        5 months ago
                        62
                    








                        English (US)  ·