দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী তৃষা কৃষ্ণান। তিনি আবারও আলোচনায় এসেছেন আসন্ন ছবি ‘ঠগ লাইফ’ নিয়ে। ছবিতে তিনি অভিনয় করেছেন ৭০ বছর বয়সী কিংবদন্তি অভিনেতা কামাল হাসানের বিপরীতে। তাদের বয়সের পার্থক্য প্রায় ৩০ বছর। তবুও তাদের দেখা গেছে ছবিতে অন্তরঙ্গ দৃশ্যে। এই অনস্ক্রিন রোমান্স ঘিরেই শুরু হয়েছে সমালোচনা।
সম্প্রতি মুম্বাইয়ে ছবির প্রি-রিলিজ অনুষ্ঠানে তৃষা সেই সমালোচনার জবাব দেন। তিনি বলেন, ‘যা করেছি জেনে বুঝেই করেছি। আমি যখন ছবিটা সাইনই করিনি তখনই জানতাম এটা এক কথায় জাদু হতে চলেছে। আমি তখনই বুঝেছিলাম কিছু মানুষ আমাদের জুটি নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু আমি জানতাম এটা এক অনন্য অভিজ্ঞতা হতে যাচ্ছে। হয়েছেও তাই।’
তিনি আরও যোগ করেন, ‘কামাল স্যার ও মণি স্যারের (মণি রত্নম) মতো দুই কিংবদন্তির সঙ্গে কাজ করাটা ছিল একেবারে ভিন্ন মাত্রার অভিজ্ঞতা। আমরা অভিনেতারা তো শুধু তাকিয়েই থাকতাম কখন কীভাবে তারা কাজ করছেন। আমাদের তখন মনে হতো- ‘ওহ, আমাদের তো অভিনয় করাও দরকার!’ কারণ তাদের সঙ্গে থাকা মানেই একধরনের মুগ্ধতা।।’
তবে সমালোচনা এখানেই থেমে থাকেনি। ছবির একটি গান ‘সুগার বেবী’ নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। তৃষা এই গানে এককভাবে পারফর্ম করেছেন। অনেকে মনে করছেন, ৪০-এর কোঠায় থাকা একজন অভিনেত্রীর সঙ্গে গানটির শিরোনাম ‘অপ্রাসঙ্গিক’। সেই মণি রত্নমের ছবিতে ‘আইটেম সং’ থাকাটাও অনেক ভক্তকে হতাশ করেছে।
‘ঠগ লাইফ’ ছবিটি মুক্তি পাচ্ছে ৫ জুন। এতে কামাল হাসান ও সিলাম্বরাসান টি. আর. অভিনয় করছেন বাবা-ছেলের জটিল সম্পর্কের চরিত্রে। ছবিটি পরিচালনা করেছেন মণি রত্নম। ছবির গানগুলো সুর করেছেন এ. আর. রহমান।
থিয়েটারে মুক্তির আট সপ্তাহ পর ছবিটি নেটফ্লিক্সেও মুক্তি পাবে।
এলআইএ/জিকেএস

5 months ago
17








English (US) ·