ভারতের ওয়ানডে দলের সহ-অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে সিডনির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে পাওয়া পাঁজরের চোটে অভ্যন্তরীণ রক্তক্ষরণ শুরু হওয়ায় বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন।
শনিবার ম্যাচ চলাকালে অ্যালেক্স কেয়ারিকে আউট করতে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে দৌড়ে পেছনের দিকে ঝাঁপিয়ে দারুণ এক ক্যাচ ধরেছিলেন আইয়ার। তবে সেই সময়ই বাঁপাশের পাঁজরে চোট পান তিনি। পরে ড্রেসিংরুমে ফিরে ব্যথা বাড়তে থাকায় দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক সূত্র বলেন, ‘গত কয়েক দিন ধরে আইসিইউতে রয়েছেন শ্রেয়াস আইয়ার। পরীক্ষার রিপোর্ট আসার পর অভ্যন্তরীণ রক্তক্ষরণ ধরা পড়ে। তারপরই দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সংক্রমণ ছড়িয়ে পড়া রোধে আইয়ারকে অন্তত দুই থেকে সাত দিন পর্যবেক্ষণে রাখা হবে। তার সেরে ওঠার গতি অনুযায়ী এই সময়কাল নির্ধারণ করা হবে।’

4 days ago
12









English (US) ·