আইসিসির সভায় এশিয়া কাপের ট্রফি হস্তান্তর নিয়ে যা হলো

9 hours ago 6
এশিয়া কাপ শেষ হলেও এখনো চ্যাম্পিয়ন ট্রফি বুঝে পায়নি ভারত। ফাইনালে পিসিবি ও এসিসি সভাপতি মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান সূর্যকুমার-শুভমানরা। ধারণা করা হচ্ছিল এই ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠবে আইসিসির সভা।  আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, দুবাইয়ে আইসিসির সদরদপ্তরে অনুষ্ঠিত সভায় দেরি করে যোগ দেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। ভারত-পাকিস্তান ট্রফি ইস্যুতে সভায় যতটা আক্রমণাত্মক ভাব থাকবে বলে ধারণা করা হচ্ছিল তেমন চিত্রের দেখা মেলেনি। বরং স্বাভাবিক ভঙ্গিতেই বিসিসিআই এশিয়া কাপ ট্রফি তাদের প্রাপ্য বলে জানায়। ভারতের প্রতিনিধি হিসেবে আইসিসির সভায় উপস্থিত থাকা দেশটির বোর্ডের সচিব দেবজিৎ সাইকিয়া দ্রুততম সময়ের মধ্যে ট্রফি ভারতের কাছে হস্তান্তরের আহ্বান জানান। এই আলোচনা হয়েছে আনুষ্ঠানিক পদ্ধতিতেই। তবে সভাতে ট্রফি হস্তান্তরের ধরন ও পদক্ষেপ কী হবে সেটি চূড়ান্ত হয়নি।  ধারণা করা হচ্ছে, ট্রফি ইস্যুর বিষয়টি সমাধানে একটি প্যানেল গঠিত হতে পারে। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়, শিগগিরই যেন তাদেরকে ট্রফি প্রদান করা হয়। বর্তমানে এশিয়া কাপ ট্রফি দুবাইয়ে এসিসির কার্যালয়ে সংরক্ষিত আছে, যা অনুমোদন ছাড়া সেখান থেকে না সরাতে স্পষ্ট নির্দেশনা রয়েছে এসিসি সভাপতি নাকভির।
Read Entire Article