ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার বিচারের দাবিতে প্রতীকী লাশ নিয়ে মৌন মিছিল করেছেন শিক্ষার্থীরা।
রোববার (২৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর পাড় থেকে মিছিলটি শুরু হয়।
ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে শেষ হয়। বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, খেলাফত ছাত্রমজলিস, জমিয়তে তালাবায়ে আরাবিয়াসহ বিভিন্ন ছাত্রসংগঠন মিছিলে অংশ নেয়।
পরে বেলা পৌনে ৩টায় প্রক্টরের কার্যালয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে সিআইডির পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় উপাচার্য সাজিদ হত্যায় জড়িতদের দ্রুত শনাক্তের নির্দেশ দিয়েছেন বলে সিআইডিকে অবহিত করেন প্রক্টর অধ্যপক ড. শাহীনুজ্জামান। এ ছাড়া বৈঠকে তদন্তের স্বার্থে সিআইডি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করতে পারবেন বলে সিদ্ধান্ত হয়। এ বিষয়ে শিগগির বিশ্ববিদ্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হবে জানিয়েছেন প্রক্টর।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বিকেলে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুর থেকে সাজিদের ভাসমান লাশ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে জানা যায়। সর্বশেষ গত ১৬ সেপ্টেম্বর সাজিদ হত্যার তদন্তভার গ্রহণ করেন সিআইডি।
আরও পড়ুন : ইলিশের রাজ্যে মিলছে ঝাঁকে ঝাঁকে পাঙাশ

5 days ago
15









English (US) ·