ইসকন নিষিদ্ধের দাবিতে শেকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

2 weeks ago 15

অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড, ইমাম মুহিব্বুল্লাহ গুম, গাজীপুরে আশামনি ধর্ষণ, বুয়েটের ধর্ষণ ও শ্রীশান্ত রায়সহ ইসকনের সব খুনি ও ধর্ষকদের দ্রুত বিচার ও ফাঁসির ও ইসকন নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাত ১০টা ৫০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফার্স্ট গেট দিয়ে বাণিজ্য মেলার মাঠ হয়ে ফার্মগেট-আগারগাঁও মহাসড়ক হয়ে আবারও সেকেন্ড গেটে এসে শেষ হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘ইসকন তুই ধর্ষক, উগ্রবাদের পৃষ্ঠপোষক’, ‘ইসকন তুই ধর্ষক, ইসকন তুই জঙ্গি’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’, ‘আমার সোনার বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ‘শাহজালালের বাংলায় ইসকনের ঠাঁই নাই’, ‘তেরা মেরা রিস্তা কিয়া’, ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘ব্যান ব্যান, ইসকন’সহ নানা স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ মিছিল শেষে শেকৃবি শিক্ষার্থী নূর ইসলাম চলমান ঘটনাসমূহের নিন্দা জানান এবং দোষীদের দ্রুত বিচারের দাবি করেন। তিনি বলেন, যতদিন পর্যন্ত এ দেশের মাটি থেকে সন্ত্রাসবাদ সম্পূর্ণভাবে মুছে না যাবে, ততদিন পর্যন্ত আমাদের অবস্থান চলমান থাকবে।

বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি আবুল হাসান বলেন, এই গুম-খুনের বিরুদ্ধে এখনো কেন প্রশাসন নীরব? আজকে যদি এসব কাজ কোনো আলেম করতো তাহলে পুরো বাংলাদেশকে তারা অচল করে দিতো। এটি বাংলাদেশ, এখানে ইসকনের জঙ্গিবাদের ঠাঁই নেই। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলতে চাই, আমাদের কাছে তথ্য এসেছে এই বিশ্ববিদ্যালয়ে উগ্র হিন্দুত্ববাদীরা মিটিং করছে। আমরা তাদের আবারও হুঁশিয়ার করে দিতে চাই এটি বাংলাদেশ, এখানে ভারতের কোনো প্রেসক্রিপশন যদি কেউ প্রয়োগ করতে চায়, তাহলে শেখ হাসিনার পরিণতি তাদেরও ভোগ করতে হবে।

এমএসএ/এএমএ/এমএস

Read Entire Article