ইসরায়েলের বিরুদ্ধে জবাব দিতে প্রস্তুত মুসলিম দেশ

7 hours ago 5

ইসরায়েলের বিরুদ্ধে মোক্ষম জবাব দিতে প্রস্তুতির কথা জানিয়েছে ইয়েমেন। দেশটির সশস্ত্র গোষ্ঠী আনসারুল্লাহর রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মাদ আল ফারাহ এ হুঁশিয়ারি দিয়েছেন। 

সোমবার (০৩ নভেম্বর) মেহের নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

ফারাহ বলেন, ইসরায়েল ও তার সহযোগীদের হুমকি শুধুই আকাঙ্ক্ষিত আগ্রাসনকে বৈধতা দেওয়ার পাঁয়তারা। এর মাধ্যমে কাউকে ভয় দেখিয়ে রাখা যায়। কিন্তু তারা এ হুমকির জবাবে প্রতিটি মঞ্চে একই স্বরূপে মোকাবিলা পাবে।

এক্সে এক পোস্টে তিনি উল্লেখ করেন, ইয়েমেন ফাঁকি-ভরপ্রচার বা কাগজে-কলমের কুরুচিপূর্ণ হুমকির মাধ্যমে নয়, বাস্তব পদক্ষেপে প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত। প্রতিটি শত্রুভাবাপন্ন পদক্ষেপকে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগতভাবে এমনভাবে মূল্য দিতে হবে যাতে তা ঐ শত্রু-সত্তাকে ন্যূনতম কিছু নয় বরং ইতিহাস ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়।

মোহাম্মাদ আল ফারাহ বলেন, আনসারুল্লাহ বুঝতে পেরেছে যে ইসরায়েলের লক্ষ্য একক আঞ্চলিক আধিপত্য প্রতিষ্ঠা করা এবং প্রতিপক্ষকে দমন করা। তাই তারা হুমকি ছাড়াই প্রতিরোধ প্রদর্শনের জন্য প্রস্তুত রয়েছে। প্রতিটি আগ্রাসনের জন্য কড়া মূল্য দেওয়া হবে— এটাই তাদের বার্তা।

গাজায় ইসরায়েলের হামলার পর থেকে ইয়েমেনের সামুদ্রিক ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। দেশটির এ অভিযানে ইসরায়েল ও তার অংশীদারদের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজগুলোকে নিশানা করা হচ্ছে। ইয়েমেনের  এ হামলার ফলে ইসরায়েল তাদের জাহাজগুলোকে ঘুরিয়ে দিয়েছে। এতে করে একদিকে যেমন বাড়তি জ্বালানি খরচ হয়েছে, তেমনি পরিবহনে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। 

Read Entire Article