সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
                    
            
            চট্টগ্রামে মাজহারুল উলূম মাদ্রাসা মিলনায়তনে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লোকমান হাকিম।
সোমবার (৩ নভেম্বর) সকাল ১০টায় এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আহ্বায়ক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব (মধুপুর)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সদস্য সচিব আল্লামা মুহিউদ্দীন রাব্বানী, মাওলানা মোহাম্মদ আলী ও মাওলানা উবাইদুল্লাহ হামযা প্রমুখ।
সভায় বক্তারা আগামী ১৫ নভেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য সম্মিলিত খতমে নবুওয়ত মহাসম্মেলনকে সফল করার আহ্বান জানান এবং দেশের সর্বস্তরের আলেম-ওলামা, তৌহিদি জনতাকে এতে অংশগ্রহণের জন্য আহ্বান জানান। 
প্রধান অতিথি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব (মধুপুর) বলেন, খতমে নবুওয়ত ইসলামের মৌলিক বিশ্বাসের অন্যতম স্তম্ভ। এ বিশ্বাস অটুট রাখা আমাদের ঈমানের দাবি। নবুওয়তের সমাপ্তি বিষয়ে কোনো বিভ্রান্তি বা অপপ্রচার যেন দেশে জায়গা না পায়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে। ১৫ নভেম্বরের মহাসম্মেলন হবে ঈমান রক্ষার অঙ্গীকার নবায়নের এক ঐতিহাসিক মঞ্চ।
বিশেষ অতিথি আল্লামা মুহিউদ্দীন রাব্বানী বলেন, বর্তমান বিশ্বে নানা মতবাদ ও বিভ্রান্তির মধ্যেও মুসলমানদের ঐক্য ধরে রাখতে খতমে নবুওয়তের বিশ্বাসই সবচেয়ে শক্ত ভিত্তি। আমরা চাই এই মহাসম্মেলনের মাধ্যমে জাতি নতুন উদ্যমে ইসলামের খাঁটি শিক্ষা ও ঐক্যের বার্তা ছড়িয়ে দিক।
সভায় আরও বক্তৃতা করেন মাওলানা মোহাম্মদ আলী মাওলানা উবাইদুল্লাহ হামযা, মাওলানা হাসানসহ অন্যান্য আলেমগণ। সভার শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা ও ইসলামী মূল্যবোধ রক্ষার জন্য বিশেষ মোনাজাত করা হয়।                    
                    
        
        
                        8 hours ago
                        10
                    








                        English (US)  ·