সাবেক মন্ত্রী উবায়দুল মোকতাদির ও তার স্ত্রী ফাহিমা খাতুনের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন ঢাকার একটি আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আবেদনে বলা হয়, উবায়দুল মোকতাদির রাজনৈতিক প্রভাব ব্যবহার করে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। অনুসন্ধানকালে জানা গেছে যে, অভিযোগ সংশ্লিষ্ট উবায়দুল মোকতদির বর্তমানে ভিন্ন মামলায় জেল হাজতে রয়েছেন। তিনি জামিনে বের হয়ে দেশের বাইরে চলে যেতে পারেন। এছাড়া তার স্ত্রী ফাহিমা খাতুন যে কোনো সময় দেশের বাইরে চলে যেতে পারেন।
- আরও পড়ুন
সাবেক গণপূর্তমন্ত্রী উবায়দুল মোকতাদির গ্রেফতার
স্ত্রীসহ সাবেক গণপূর্তমন্ত্রীর নামে আরও এক হত্যা মামলা
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্যক্রম ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এজন্য তাদের বিদেশ গমন রহিতকরণের আদেশ দেওয়া একান্ত প্রয়োজন।
এর আগে গত ৩১ অক্টোবর উবায়দুল মোকতাদিরকে রাজধানীর মিরপুর থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তাকে রিমান্ডে নেওয়া হয়। বর্তমানে তিনি কারাগারে আছেন।
এমআইএন/এমআইএইচএস/জেআইএম

5 months ago
80









English (US) ·