এক কাতল ৪০ হাজার টাকায় বিক্রি
                    
            
            রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ২৪ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে। মাছটি পদ্মা নদীতে আন্ধারমানিক এলাকার জেলে রফিক হালদারের জালে ধরা পড়েছিল। 
বুধবার (৭ মে) সন্ধ্যায় দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ মাছটি ১ হাজার ৬০০ টাকা কেজি দরে মোট ৩৮ হাজার ৪০০ টাকায় সরাসরি কিনে নেন।
বৃহস্পতিবার (৮ মে) সকালে মাছটি গোয়ালন্দের দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে তার নিজস্ব মৎস্য আড়তে আনলে দেখতে ভিড় করেন স্থানীয় উৎসুক জনতা ও মাছ ব্যবসায়ীরা। বিশাল আকৃতির কাতল দেখে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।
সম্রাট শাহজাহান শেখ কালবেলাকে জানান, এত বড় কাতল মাছ পদ্মায় সচরাচর পাওয়া যায় না। একদম টাটকা ছিল কাতল মাছটি। তাই ভালো দাম দিয়েই কিনেছি। মাছটি সিলেটে এক লন্ডন প্রবাসীর কাছে অনলাইনের মাধ্যমে প্রতি কেজি ১ হাজার ৭০০ টাকা দরে মোট ৪০ হাজার ৮০০ টাকায় বিক্রি করে দিয়েছি।                     
                    
        
        
 5 months ago
                        66
                        5 months ago
                        66
                    








 English (US)  ·
                        English (US)  ·