এক যুগ পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড

2 days ago 5

ওয়ানডেতে আরও একটি পরাজয় ইংল্যান্ডের। হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৫ উইকেটে হেরেছে ইংল্যান্ড। বুধবার (২৯ অক্টোবর) টসে হেরে ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড ১৭৫ রানে অলআউট হয়। নিউজিল্যান্ড এই রান তাড়া করে ৩৩.১ ওভারে ৫ উইকেট হারিয়ে। এই জয়ে ৩ ম্যাচের সিরিজে ২-০-তে এগিয়ে গেল স্বাগতিকরা। ওয়ানডেতে ১২ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতল নিউজিল্যান্ড। ঘরের মাঠে জিতল ১৭ বছর পর।

১৭৬ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে জোফরা আর্চারের পেস আর বাউন্সের কবলে পড়েন কিউই ব্যাটাররা। রানের খাতা খোলার আগেই বিদায় নেন উইল ইয়ং। এরপর অবশ্য শুরুর চাপ সামলে নেন রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসন। উইলিয়ামসন ২১ রান করে ওভারটনের বলে বোল্ড হলেও একপ্রান্ত আগলে রেখে রবীন্দ্র অর্ধশতক তুলে নেন।

আর্চারের বলে বিদায় নেয়ার আগে রবীন্দ্র করেন ৫৪ রান। এরপর দ্রুত দুই উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে স্বাগতিকরা। তবে ফর্মে থাকা মিচেল ও স্যান্টনারের ব্যাটে ১০১ বল এবং ৫ উইকেট হাতে রেখেই সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে কিউইরা। মিচেল ৫৬ এবং স্যান্টনার ৩৪ রানে অপরাজিত ছিলেন। 

এর আগে,  দ্বিতীয় ওয়ানডেতেও টস জিতে ফিল্ডিং নেয় নিউজিল্যান্ড। আগে ব্যাটিং পাওয়া ইংল্যান্ড ৩৬ ওভারে ১৭৫ রানে গুটিয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করেছেন ওভারটন। ২৮ বলের ইনিংসে মেরেছেন ৪ চার ও ২ ছক্কা। নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার ৮ ওভারে ৩৪ রানে নিয়েছেন ৪ উইকেট। এক ওভার মেডেন দিয়েছেন। তিনিই পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। 

Read Entire Article