ইলিশ মাছ ১০ টাকা ও ১ টাকা কেজি গরুর মাংস বিতরণ করে আলোচনায় আসা ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রায়হান জামিল এবার ঝাড়ু মিছিল করেছেন। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় চরভদ্রাসনের কে এম ডাঙ্গী গ্রামে এ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।
স্থানীয়দের দাবি, নির্বাচনী মাঠে প্রচার-প্রচারণা জোরদার হওয়ার পর থেকেই বিভিন্ন প্রার্থীর প্রচারসামগ্রী ক্ষতিগ্রস্ত হওয়ার ঘটনা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা কামনা করেছেন তারা।
নির্বাচনী ব্যানার ও গেইট ভাঙচুরের প্রতিবাদে মিছিলটি স্থানীয় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে এসে শেষ হয়। এ সময় রায়হান জামিল অভিযোগ করে বলেন, সদরপুরের ভাষাণচর ইউনিয়ন পরিষদের পাশে ব্রিজের পাড়ে আমার একটি নির্বাচনী গেইট ছিল। কয়েকদিন আগে দেখি সেটি হেলে পড়েছে। পরে আমার নেতাকর্মীরা সেটি ঠিক করে দেয়। এছাড়া উপজেলা স্টেডিয়ামের পাশে আমার একটি বড় ব্যানার ছিল, সেটাও গত রাতে কেউ ছিঁড়ে নিয়ে গেছে।
তিনি আরও বলেন, আমি সবসময় শান্তিপূর্ণ ও ভদ্র রাজনীতিতে বিশ্বাস করি। কিন্তু যেসব অশান্তি সৃষ্টি করার চেষ্টা হচ্ছে, তা গণতান্ত্রিক রাজনীতির পরিপন্থি। জনগণই এসবের সঠিক জবাব দেবে।
ব্যানার-গেইট ভাঙচুরের ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে কি না জানতে চাইলে রায়হান জামিল বলেন, এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি। বিষয়টি নিয়ে আমার কর্মী ও সমর্থকদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর ১০ টাকায় ইলিশ ও ৩০ নভেম্বর ১ টাকা কেজি গরুর মাংস বিতরণ করে আলোচনায় আসেন রায়হান জামিল।

2 hours ago
6








English (US) ·