এল ক্লাসিকো পরবর্তী বিতর্ক নিয়ে মুখ খুললেন ভিনি
                    
            
            এল ক্লাসিকো শেষের একদিন পার হলেও উত্তাপ যেন এখনো ঠান্ডা হয়নি। রিয়াল মাদ্রিদের ২–১ ব্যবধানে জয়ের পর মাঠে, টানেলে, এমনকি সংবাদ সম্মেলনেও চলেছে প্রতিক্রিয়া-প্রতিউত্তর। ম্যাচে বদলি হওয়ার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়ার কারণে খবরের শিরোনামে উঠে এসেছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। অবশেষে মুখ খুলেছেন ব্রাজিলিয়ান তারকা নিজেই।
‘আমরা কাউকে অপমান করতে চাইনি—না বার্সেলোনার খেলোয়াড়দের, না তাদের সমর্থকদের,’ রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ভিনিসিয়ুস। ‘এল ক্লাসিকো সব সময়ই এমন হয়, মাঠের ভেতরে-বাইরে অনেক কিছু ঘটে। আমরা শুধু আমাদের দলকে রক্ষা করেছি, সেটাই করেছি আজ।’
৭২তম মিনিটে তাকে তুলে নেওয়ার সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান ভিনিসিয়ুস, কোচ জাবি আলোনসোর সঙ্গে তর্কেও জড়ান। তবে কিছুক্ষণ পর ড্রেসিং রুম থেকে ফিরে এসে সতীর্থদের সঙ্গে মাঠের উত্তপ্ত পরিস্থিতিতে অংশ নেন তিনি। ম্যাচ শেষে বার্সার তরুণ তারকা লামিন ইয়ামালের সঙ্গে ঝামেলায় জড়ান এবং হলুদ কার্ডও দেখতে হয় তাকে।
শেষ বাঁশির পর উভয় দলের মধ্যে হাতাহাতির মতো অবস্থা সৃষ্টি হয়; পাঁচজন খেলোয়াড় হলুদ কার্ড পান, আর রিয়ালের বদলি গোলকিপার আন্দ্রি লুনিন লাল কার্ড দেখেন।
কোচ জাবি আলোনসো অবশ্য বিষয়টি ঠান্ডা মাথায় নিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা মুহূর্তের উত্তেজনা ছাড়া কিছু না। এমন ঘটনা সব সময়ই হয়। আমি ভিনির পারফরম্যান্সে সন্তুষ্ট, তবে কিছু বিষয় নিয়ে আমাদের মধ্যে আলোচনা হবে।’
এল ক্লাসিকোর আগে থেকেই ‘রিয়াল মাদ্রিদ নাকি সব সময় অভিযোগ করে’—এই মন্তব্যে আগুন লাগিয়েছিলেন ইয়ামাল। আর মাঠে এসে সেই আগুনই যেন আরও বেড়ে উঠল।
তবে দিনের শেষে ভিনিসিয়ুসের ব্যাখ্যা স্পষ্ট—‘আমরা শুধু আমাদের দলের মর্যাদা রক্ষা করেছি, কারও অসম্মান করার উদ্দেশ্য ছিল না।’                    
                    
        
        
 4 days ago
                        10
                        4 days ago
                        10
                    








 English (US)  ·
                        English (US)  ·