কুষ্টিয়ার মিরপুরে মাঠে তামাকের গাছ কাটার সময় বজ্রপাতে এক কলেজছাত্র নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুর ৪টার দিকে মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে।
নিহতের নাম বিজয় (২১)। তিনি কুষ্টিয়া সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। খাড়ারা এলাকার শামসুদ্দিনের ছেলে। এছাড়া একই এলাকার আক্কাস আলীর ছেলে সুজন (৩০) আহত হন।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে উপজেলা জুড়ে বজ্রপাতসহ বৃষ্টি শুরু হয়। এসময় মাঠের মধ্যে বিজয় ও সুজন তামাক গাছের ডাটা কাটছিলেন। হঠাৎ বজ্রপাতে দুজন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন। আর সুজনকে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আল-মামুন সাগর/জেডএইচ/জেআইএম

5 months ago
27









English (US) ·