বলিউডের পর্দায় একসময় ঝড় তুলেছিল অক্ষয় কুমার আর ক্যাটরিনা কাইফের রসায়ন। তারা একসঙ্গে স্ক্রিনে এলেই যেন তৈরি হতো জাদু, মুগ্ধ হতো দর্শক। ‘নমস্তে লন্ডন’ থেকে ‘সিং ইজ কিং’ প্রতিটি ছবিতেই ছড়িয়ে পড়েছিল তাদের অনন্য কেমিস্ট্রি। বর্তমানে সেই জুটির পর্দায় দেখা না মিললেও, বন্ধুত্বের বন্ধন আজও অটুট। সময়ের স্রোত বয়ে গেলেও ক্যাটরিনাকে ভুলতে পারেননি অক্ষয় কুমার।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার এক ভিডিওতে এমনভাবেই ক্যাটরিনার স্মৃতিচারণ করেছেন অক্ষয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০০৭ সালের চলচ্চিত্র ওয়েলকামের ‘এক উঁচা লম্বা কদ’ গানটি তুমুল সাড়া ফেলেছিল, যা এত বছর পরেও ভক্তদের কাছে সেই গানের আবেদনের জোয়ারে ভাটা পড়েনি। এই গানটি অক্ষয়ের পরবর্তী ছবি, ওয়েলকাম টু দ্য জঙ্গলের জন্য পুনরায় তৈরি করা হয়েছে বলেই ধারণা।
কারণ অভিনেতা নতুন সংস্করণের একটি ছোট প্রোমো শেয়ার করেছেন, সেখানে আক্কির দেখা মিলল দিশা পাটানির সঙ্গে। রেড হট লুক দিশা, পাশে কাউবয় লুকে ধরা দিলেন অক্ষয়। ব্যাকগ্রাউন্ডে বাজছে গান। শেষে অক্ষয় বলে ওঠেন, ‘আমরা তোমাকে মিস করছি, ক্যাটরিনা।’
ক্যাপশনে অক্ষয় লেখেন, ‘আমাদের হৃদয় থেকে আপনার হৃদয় পর্যন্ত। কী একটি থ্রোব্যাক, ১৮ বছর এবং এখনো সর্বকালের ফেভারিট। এত নস্টালজিয়া, সুন্দর। দিশা এবং আমি আপনাদের জন্য নিয়ে এসেছি 'ওয়েলকাম টু দ্য জঙ্গল'। আমাদের রানী ক্যাটরিনাকে কখনো ভুলবো না।’

2 hours ago
3









English (US) ·