ক্যারিবীয়দের সামনে মুখ থুবড়ে পড়ল লিটনরা

4 days ago 13

চট্টগ্রামের আলো–আধারির ম্যাচে বাংলাদেশকে হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু করল দাপুটে এক জয় দিয়ে। সোমবার (২৭ অক্টোবর) রাতের প্রথম টি–টোয়েন্টিতে ক্যারিবীয়রা ১৬ রানে হারিয়েছে স্বাগতিকদের। ব্যাটিংয়ে ধীর সূচনা, পরে নিয়মিত উইকেট হারানো—সব মিলিয়ে লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশের ইনিংস শেষ হয় ১৪৯ রানে।

১৬৬ রানের টার্গেটে নেমে বাংলাদেশের শুরুটা ছিল বেশ উচ্ছ্বসিত—তানজিদ হাসানের ৫ বলে ১৫ রানের ঝড়ো সূচনায় কিছুটা আশার আলো দেখেছিল দল। কিন্তু সেই আলো দ্রুত নিভে যায় লিটন দাস (৫), সাইফ হাসান (৮) ও শামীম হোসেন (১)-এর ব্যর্থতায়। এক প্রান্তে দাঁড়িয়ে লড়েছিলেন তাওহীদ হৃদয় (২৮) ও তানজিম হাসান সাকিব (৩৩), কিন্তু নিয়মিত উইকেট হারানোয় চাপ আর কাটেনি। শেষদিকে নাসুম আহমেদের ২০ রানের ছোট্ট ইনিংসও পরাজয় ঠেকাতে পারেনি। 

বিস্তারিত আসছে...

Read Entire Article