গণপিটুনিতে নিহত ৩ জনের পরিচয় মিলেছে

8 hours ago 2

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গণপিটুনিতে নিহত তিনজনের পরিচয় মিলেছে। 

নিহতরা হলেন- বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দামগাছা বুড়িগঞ্জ এলাকার আলেব্বর আলীর ছেলে কাউসার (৫০), একই উপজেলার উত্তরপাড়া সিহালী গ্রামের আক্কাস আলীর ছেলে বুলবুল (৩৮) ও দুপচাচিয়া উপজেলার দুপচাচিয়া গ্রামের সাহাপাড়া হেরুঞ্জ গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহীনুর (৩১)।   

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার (১ নভেম্বর) রাত ৩টার দিকে ৮-১০ জনের একটা দল গরু চুরি করে গাড়িতে ওঠায়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে এলাকার লোকজন এগিয়ে এসে তাদের ধাওয়া করে। তাড়া খেয়ে চোর চক্রের তিনজন পানিতে ঝাঁপ দেয়। ততক্ষণে আশপাশের গ্রাম থেকে শত শত লোক এসে পুকুরটি ঘিরে ফেলে তাদের পিটিয়ে হত্যা করে।

Read Entire Article