চট্টগ্রাম জেলায় আবহাওয়া নিয়ে দুঃসংবাদ

5 months ago 110

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি জানান, এদিন সকাল ১০টার পর থেকে দুপুর ১টার মধ্যে হতে পারে বৃষ্টি।

বুধবার (১৪ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ পূর্বাভাস দেন তিনি।

পোস্টে মোস্তফা কামাল পলাশ লিখেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আসা ছোট ভোই ও বোনদের জন্য আজকে আবারও খারাপ সংবাদ দেওয়ার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ বুধবার (১৪ মে) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ওপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল শঙ্কা করা যাচ্ছে। এদিন সকাল ১০টার পর থেকে দুপুর ১টার মধ্যে হতে পারে বৃষ্টি। 

তিনি আরও লেখেন, আজ বুধবার সকাল ৯টা বেজে ৩৯ মিনিটে চট্টগ্রাম শহরের ওপরে ৯০ হাজার ভোল্টের একটা বজ্রপাত পড়েছে। গতকাল মঙ্গলবার বৃষ্টি উত্তর দিকে থেকে এসে দক্ষিণ দিকে চলে গেছে। ফলে অল্পের জন্য বৃষ্টি হয়নি। এদিকে আজ বৃষ্টি বঙ্গোপসাগরের দিক থেকে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছে (পশ্চিম দিক থেকে পূর্ব দিকে)। ফলে আজকে বৃষ্টির সম্ভাবনা শতকরা ৯০ শতাংশেরও বেশি। 

এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

Read Entire Article