চট্টগ্রামে ৬০ অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করল চসিক
চট্টগ্রাম নগরীর জামালখান এলাকার খাস্তগীর স্কুল থেকে চেরাগি পাহাড় মোড় পর্যন্ত ৬০টি অবৈধ ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। একই সঙ্গে বিভিন্ন প্রতিষ্ঠানকে মোট ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) চসিকের স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নগরীর ব্যস্ত এই সড়কে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে পথচারীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি করা হচ্ছিল। তাই দোকানগুলো উচ্ছেদ করে পথ উন্মুক্ত করা হয়। পাশাপাশি যেসব স্থায়ী দোকান মালিক নিজ সীমার বাইরে রাস্তা বা ফুটপাত দখল করেছিলেন, তাদের বাড়তি অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ জানান, নগরজুড়ে এ ধরনের উচ্ছেদ অভিযান নিয়মিতভাবে চলবে। অভিযানে চসিকের পরিচ্ছন্ন বিভাগ সহযোগিতা করেছে।

12 hours ago
11








English (US) ·