টানা চারস দিন চুয়াডাঙ্গার দেশের সর্বোচ্চ তাপমাত্রার পর কমতে শুরু করেছে দাবদাহের পারদ। ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ ডিগ্রি। এতে কিছুটা হলেও স্বস্তি এসেছে জনজীবনে। তবে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা ছিল মানুষের মধ্যে।
সোমবার (১২ মে) বিকাল তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮.৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৪১ শতাংশ।
এর আগে রোববার (১১ মে) বিকাল তিনটায় চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৬ শতাংশ। গত শনিবার (১০ মে) বিকেল ৩টায় এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার (০৯ মে) রেকর্ড করা হয় ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার (০৮ মে) তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে চার দিন ধরে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ ছিল এ জেলার মানুষ। রোদের প্রখর তেজ আর অসহ্য গরমে স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। সবচেয়ে বেশি বিপাকে পড়েছিল নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।
চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামীকাল মঙ্গলবার (১৩ মে) পর্যন্ত এ রকম তাপমাত্রা অব্যাহত থাকবে। ১৪ তারিখ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। তারপর তাপমাত্রা স্বাভাবিক হতে পারে।

                        5 months ago
                        35
                    








                        English (US)  ·