বয়স অনেক হলেও সালমান খানের জীবনে এখনো বাজে ব্যাচেলর অ্যালার্ম। বলিউডের বাকি সহকর্মীরা যেখানে সংসার সামলাতে সামলাতে নাতি-নাতনির হোমওয়ার্ক করতে ব্যস্ত, আর ভাইজান সেখানে এখনো প্রেম, প্রপোজাল আর ‘প্যায়ার কিয়া তো ডরনা কেয়া’ তত্ত্বে আটকে। কেউ কেউ বলেন প্রেমে ধাক্কা খেয়েছেন, কেউ বলেন ভাইদের বিয়ের ট্রমা এখনো কাটেনি। কিন্তু এবার আর গুঞ্জন নয় নিজেই জানালেন, কেন বিয়ের পিঁড়িতে বসেননি সালমান খান।
২০১৮ সালের গ্লোবাল সামিটে উপস্থিত হয়ে বিয়ে নিয়ে করা প্রশ্নের উত্তরে এই অভিনেতা জানান তার বিয়ে না করার রহস্য।
সেখানে তিনি বলেন, ‘আমার কাছে এত টাকা কই? আমার বাবার যখন বিয়ে হয়েছিল, তখন মাত্র ১৮০ টাকা খরচ হয়েছিল। কিন্তু এখন বিয়ে মানেই একটি বড় অনুষ্ঠান। কোটি কোটি টাকা ব্যয় হয় এই বিয়ের জন্য। এত টাকা খরচ করার ক্ষমতা আমার নেই, শুধুমাত্র এই কারণেই আমি অবিবাহিত থেকে গেছি।’
সালমান আরও বলেন, ‘আমি তো সুরজ বরজাতিয়াকে বারবার বলেছিলাম বিয়েকে এত বড় করে না দেখাতে সিনেমার মধ্যে। ম্যানে পেয়ার কিয়া, হাম সাথ সাথ হ্যায় সিনেমায় বিয়ে নিয়ে যা দেখানো হয়েছিল, তারপরেই বিয়ে মানুষের কাছে একটি বড় অনুষ্ঠানে পরিণত হয়।’
বর্তমানে গুঞ্জন রয়েছে রোমানিয়ান অভিনেত্রী ও টিভি উপস্থাপিকা ইউলিয়া ভান্তুরের সঙ্গে সম্পর্ক রয়েছে বলিউড ভাইজানের।
এর আগে ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে ক্যাটরিনা কাইফসহ একাধিক নারীর প্রেমে পড়েছিলেন সালমান। কিন্তু দুর্ভাগ্যবশত কোনও সম্পর্কই বেশিদিন টেকেনি।

5 months ago
79









English (US) ·