ঢাকায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

5 months ago 33

রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাসা থেকে সুমাইয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টার দিকে তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এস আই) আবু সায়েম বলেন, খবর পেয়ে সকাল সাড়ে ৭টার দিকে মুগদা মেডিকেল হাসপাতাল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, আমরা তার স্বজনদের কাছে থেকে জানতে পেরেছি এক বছর আগে রাকিব নামের এক ছেলের সঙ্গে সুমাইয়ার বিয়ে হয়।

পারিবারিক কলহের জেরে স্বামীর ওপর অভিমান করে তার রুমে গিয়ে ফ্যানের সঙ্গে ফাঁস দেন তিনি। পরে তাকে উদ্ধার করে মুগদা হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সুমাইয়ার বাবার বাড়ি নরসিংদী জেলায়। তারা স্বামী-স্ত্রী খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রীতে একটি বাসায় থাকতেন।

আল আমিন/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article