তবুও ইসরায়েলি জাহাজে হামলা চালাবে ইয়েমেনের বিদ্রোহীরা
                    
            
            যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও ইসরায়েলি জাহাজে হামলা চালানো অব্যাহত রাখবে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। হুতি রাজনৈতিক ব্যুরোর সদস্য আবদুলমালিক আলেযরি জানিয়েছেন, এই সমঝোতা কেবল মার্কিন ও অন্যান্য দেশের জাহাজের জন্য প্রযোজ্য, ইসরায়েলের জন্য নয়।
২০২৩ সালে গাজা যুদ্ধ শুরুর পর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েল-সম্পৃক্ত জাহাজগুলোর ওপর হামলা চালিয়ে আসছে হুতিরা। পরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের পাল্টা হামলার জেরে তারা পশ্চিমা জাহাজগুলোকেও লক্ষ্যবস্তুতে পরিণত করে। তবে সদ্যসমাপ্ত চুক্তিতে হুতিরা জানিয়েছে, এখন থেকে তারা শুধুমাত্র ইসরায়েলি জাহাজের ওপর হামলা চালাবে।
সম্প্রতি রামন বিমানবন্দর ও তেলআবিবে ড্রোন হামলা চালিয়েছে হুতিরা। এর জবাবে ইসরায়েলি হামলায় সানা বিমানবন্দর কার্যত অকার্যকর হয়ে পড়ে। এতে টার্মিনাল ভবন ধ্বংস হয় এবং প্রায় ৫০ কোটি ডলারের ক্ষতি হয় বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ।
এই যুদ্ধবিরতি চুক্তিকে ইরান, সৌদি আরব এবং জাতিসংঘ স্বাগত জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ‘কূটনৈতিক বিজয়’ হিসেবে উল্লেখ করেছেন। তবে হুতিরা বলছে, ইসরায়েলি আগ্রাসনের জবাবে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই তাদের অভিযান চলবে।
                     
                    
        
        
 5 months ago
                        145
                        5 months ago
                        145
                    








 English (US)  ·
                        English (US)  ·