দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর একটি হেলিকপ্টার ও একটি যুদ্ধবিমান আধা ঘণ্টার ব্যবধানে বিধ্বস্ত হয়েছে। উভয় দুর্ঘটনার ক্রুদের নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন নৌবাহিনী। খবর সিএনএনের।
নৌবাহিনী জানায়, রোববার (২৬ অক্টোবর) বিমানবাহী ইউএসএস নিমিত্জ রণতরী থেকে এমএইচ–৬০আর সিহক হেলিকপ্টার নিয়মিত অভিযানে অংশ নেওয়ার সময় বিধ্বস্ত হয়। আধা ঘণ্টা পর একই রণতরী থেকে একটি এফ/এ–১৮এফ সুপার হর্নেট যুদ্ধবিমানও বিধ্বস্ত হয়। উভয় ঘটনায় ক্রুরা নিরাপদে উদ্ধার করা হয়েছে।
দক্ষিণ চীন সাগর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। চীনসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার কয়েকটি দেশ এই সাগরের কিছু অংশের মালিকানা দাবি করে। যুক্তরাষ্ট্র সেখানে আঞ্চলিক অংশীদারদের সমর্থন এবং বেইজিংয়ের দাবির বিরুদ্ধে অবিচল উপস্থিতি বজায় রেখেছে।
এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এশিয়া সফরে রয়েছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বাণিজ্য নিয়ে আলোচনার কথা রয়েছে।

4 days ago
16









English (US) ·