দেশে গুডউইর আনুষ্ঠানিক যাত্রা শুরু

8 hours ago 5

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সোলার ইনভার্টার ও এনার্জি স্টোরেজ সলিউশন ব্র্যান্ড গুডউই (GoodWe)। রাজধানীর এসিআই সেন্টারে শুক্রবার (১ নভেম্বর ) বিকেলে এসিআই রিনিউএবল এনার্জির উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই রিনিউএবল এনার্জির ম্যানেজিং ডিরেক্টর মি. সব্রত রঞ্জন দাস। এ সময় আরও উপস্থিত ছিলেন চিফ বিজনেস অফিসার ইঞ্জিনিয়ার আসিফ উদ্দিন, ডেপুটি বিজনেস ডিরেক্টর মি. আসিফ ফয়সাল রুমি এবং সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার মি. তানভির আহমেদ তানিম।

গুডউই টেকনোলজিস কোং লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব সেলস (এশিয়া-প্যাসিফিক রিজিয়ন) মি. জেমস হোউ, প্রোডাক্ট ম্যানেজার (ইভি এনার্জি স্টোরেজ) মি. জিং লিউ, সিনিয়র সলিউশন ম্যানেজার মি. ব্র্যাড এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মি. মাহির সাহরিয়ার।

অনুষ্ঠানে আরও যোগ দেন এসিআই গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন ইপিসি (ইঞ্জিনিয়ারিং, প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন) প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতের বিশিষ্ট ব্যক্তিরা।

বিশ্বজুড়ে সুপরিচিত গুডউই টেকনোলজিস বর্তমানে ১০০টিরও বেশি দেশে কার্যক্রম পরিচালনা করছে। উদ্ভাবনী প্রযুক্তি ও নির্ভরযোগ্যতার জন্য প্রতিষ্ঠানটি একাধিক আন্তর্জাতিক স্বীকৃতি ও পুরস্কার অর্জন করেছে।

এসিআই রিনিউএবল এনার্জির সঙ্গে যৌথ উদ্যোগে গুডউই বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতকে আরও টেকসই, দক্ষ ও পরিবেশবান্ধব করে তুলতে কাজ করবে বলে জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গুডউইর আধুনিক সোলার ও এনার্জি স্টোরেজ প্রযুক্তি বাংলাদেশের বিদ্যুৎ খাতে এক বৈপ্লবিক পরিবর্তনের সূচনা করবে এবং ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার পথে নতুন গতি সঞ্চার করবে।

Read Entire Article