নড়াইলে প্রতিবেশী হত্যায় তিনজনের যাবজ্জীবন

5 months ago 31

জমি নিয়ে বিরোধের জেরে প্রতিবেশী হত্যায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাদের ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার (১৪ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ এলিনা আক্তার এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার লোহাগড়া উপজেলার চর দিঘলিয়া গ্রামের সাম খন্দকারের ছেলে জাফর খন্দকার, আলেক মোল্যার ছেলে আকরাম মোল্যা ও বাহার উদ্দিনের স্ত্রী লাইচ বেগম ওরফে লাইছন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১১ সালের ২৪ এপ্রিল প্রতিবেশী মুসা খন্দকারকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় উল্লিখিত তিন আসামির বিরুদ্ধে নিহতের বড় ভাই মো. বিল্লাল খন্দকার বাদী হয়ে মামলা করেন। বিচারিক প্রক্রিয়ায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ হওয়ায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এসএম আব্দুল হক জানান, দীর্ঘ শুনানি শেষে আদালত তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।

হাফিজুল নিলু/আরএইচ/জিকেএস

Read Entire Article