পাকিস্তান ও ভারতের সেনাদের মধ্যে বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নিয়ন্ত্রণ রেখা বরাবর ব্যাপক গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। কাশ্মীর সীমান্তে ছোট অস্ত্র থেকে শুরু করে কামান পর্যন্ত ব্যবহার করা হয়েছে বলে জানানো হয়।
ভারতের সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তানের সেনারা কাপওয়ারা, বারামুল্লা, উরি ও আখনূর সেক্টরে বিনা উসকানিতে গুলি চালায়, যার জবাবে ভারতও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে।
এই সংঘর্ষের পটভূমিতে রয়েছে বুধবার ভারতের চালানো ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, যাতে পাকিস্তানে ৯টি ‘সন্ত্রাসী ঘাঁটি’ ধ্বংসের দাবি করেছে নয়াদিল্লি।
এই হামলার জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেন, ‘আমরা ভারতের হত্যাকাণ্ডের বদলা নেব।’
দুই পক্ষের দাবি অনুযায়ী, এই উত্তেজনায় এখন পর্যন্ত অন্তত ৪৩ জন নিহত হয়েছেন। পাকিস্তান জানিয়েছে, ভারতের হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আর ভারত দাবি করেছে পাকিস্তানের গোলাবর্ষণে তাদের ১২ জন নাগরিক প্রাণ হারিয়েছেন।
এদিকে আন্তর্জাতিক মহল সংঘর্ষ থামাতে তৎপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানিয়েছেন, দুই দেশ যেন শান্তি ও সংযমের পথ বেছে নেয়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইসলামাবাদ সফর শেষে বৃহস্পতিবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। তেহরান এই উত্তেজনা প্রশমনে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে।

 5 months ago
                        75
                        5 months ago
                        75
                    








 English (US)  ·
                        English (US)  ·