রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নাকি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং — কাকে সামলানো বেশি কঠিন? এমন প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক জনের নাম না নিয়ে বরং দুজনকেই প্রশংসা করলেন।
সিবিএস নিউজের সিক্সটি মিনিটস অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তারা দুজনই শক্তিশালী, বুদ্ধিমান ও কঠোর নেতা। তাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে হয়। দুজনকেই সামলানো কঠিন।
এটি ছিল সিবিএসের মূল কোম্পানির সঙ্গে মামলা নিষ্পত্তির পর ট্রাম্পের প্রথম টেলিভিশন সাক্ষাৎকার।
ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে ট্রাম্প সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দায়ী করে বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর এমন এক দেশ পেয়েছিলাম, যেখানে পুতিন ভেবেছিলেন তিনি জিতছেন। কিন্তু আমি প্রেসিডেন্ট থাকলে এই যুদ্ধ হতো না।
তিনি আরও বলেন, আমার চার বছরের মেয়াদে কখনও এমন যুদ্ধ হয়নি। এতে কোনো সন্দেহ নেই।
ট্রাম্প দাবি করেন, এমনকি পুতিনও নাকি স্বীকার করেছেন— যদি ট্রাম্প ক্ষমতায় থাকতেন, ইউক্রেন যুদ্ধ এড়ানো যেত।
নিজ প্রশাসনের সামরিক শক্তি নিয়ে তিনি বলেন, আমার প্রথম মেয়াদে আমরা সেনাবাহিনী পুনর্গঠন করেছি। আমরা বিশ্বের সবচেয়ে উন্নত অস্ত্র তৈরি করেছি, যেগুলো এখন বিভিন্ন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে নিয়েও ট্রাম্প ইতিবাচক মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের সম্পর্ক খুবই ভালো। শি একজন শক্তিশালী ও ক্ষমতাবান নেতা।
করোনাভাইরাস মহামারির সময় কিছু চাপ তৈরি হলেও দুই দেশের সম্পর্ক এখনও ভালো আছে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, চীন ও যুক্তরাষ্ট্র উভয়েই শক্তিশালী দেশ, তাই আমাদের সম্পর্ক ভালো থাকা জরুরি।
সম্প্রতি ট্রাম্প চীনা পণ্যের ওপর শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশ করার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ সিদ্ধান্ত দক্ষিণ কোরিয়ায় শি জিনপিংয়ের সঙ্গে ফলপ্রসূ বৈঠকের ফলাফল।
 

                        6 hours ago
                        7
                    








                        English (US)  ·