প্রকাশ্যে বিজয়-রাশমিকার মিষ্টি মুহূর্ত

5 hours ago 5

মনে হচ্ছে অবশেষে ভালোবাসা আর লুকিয়ে রাখা সম্ভব হলো না। দক্ষিণের জনপ্রিয় অভিনেতা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা যেন সবার সামনে তাদের হৃদয়ের কথা অকপটে বলে ফেললেন। রাশমিকার নতুন ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’-এর সাফল্য অনুষ্ঠানে ঘটে যায় এক মোহনীয় মুহূর্ত—যা আজ আলোচনার কেন্দ্রে।

অনুষ্ঠানের আলো ঝলমলে মঞ্চে হঠাৎই দেখা যায়, বিজয় আলতো করে রাশমিকার হাত ধরে চুম্বন করছেন। মুহূর্তটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু সেই কোমল স্পর্শে যেন ভালোবাসার হাজার রঙ মিশে ছিল। উপস্থিত সবাই থমকে গিয়েছিলেন, আর মুহূর্তের মধ্যেই সেই দৃশ্য ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, রাশমিকা যখন মঞ্চে উঠে নিজের বক্তব্য রাখছিলেন, শেষ মুহূর্তে তার কণ্ঠে ধরা পড়ে বিশেষ আবেগ। হাসিমুখে তিনি বলেন, ’শেষ কথা, কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়—বিজয়। ভিজু, তুমি এই ছবির শুরু থেকে সঙ্গে ছিলে, আর এখন সাফল্যের অংশও তুমি। আমি শুধু বলব, সবার জীবনে যেন একজন বিজয় দেবরাকোন্ডা থাকে, কারণ সেটা হবে সত্যিই এক আশীর্বাদ।‘
এই কথাগুলো শোনার পর বিজয়ের চোখে ফুটে ওঠে গভীর স্নেহ, আর উপস্থিত দর্শকদের মুখে শুধুই প্রশংসা আর উচ্ছ্বাস।

উল্লেখ্য, ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘গীতা গোবিন্দম’-এর সেট থেকেই শুরু হয়েছিল তাদের বন্ধুত্বের গল্প, যা ২০১৯ সালের ‘ডিয়ার কমরেড’-এ এসে রূপ নেয় মিষ্টি ভালোবাসায়। যদিও তারা দুজনই ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন, তবে তাদের চোখের ভাষা, একসঙ্গে ভ্রমণের ছবি, আর পারস্পরিক সমর্থনই যেন সব বলে দেয়।

এদিকে  চলতি বছরের ৩ অক্টোবর ভারতের হায়দরাবাদে পরিবারের উপস্থিতিতে তাদের বাগদান সম্পন্ন হয়। বিজয়কে আঙুলে আংটি পরা অবস্থায় বিমানবন্দরে দেখা যাওয়া, কিংবা রাশমিকার ইনস্টাগ্রাম পোস্টে ঝলমলে সেই আংটি—সবই যেন তাদের প্রেমের গল্পের এক নিঃশব্দ প্রমাণ।

যদিও তারা এখনো আনুষ্ঠানিকভাবে সম্পর্কের ঘোষণা দেননি, ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি মাসে রাজস্থানের উদয়পুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে তাদের পরিণয়ের মহা-অনুষ্ঠান।

তবে রাশমিকার সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য গার্লফ্রেন্ড’ ইতোমধ্যেই দর্শকের মন জয় করেছে। রোমান্টিক ড্রামা ঘরনার গল্পে যেমন ভালোবাসার সৌন্দর্য আছে, তেমনি আছে হৃদয়ের ভাঙার কষ্ট।

ছবিটি পরিচালনা করেছেন রাহুল রবীন্দ্র, আর এ চলচ্চিত্রটিতে রাশমিকার বিপরীতে অভিনয় করেছেন দীক্ষিত শেঠি ও আনু ইমানুয়েল।

Read Entire Article