প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল একসঙ্গে আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো নির্বাচন হবে।’
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
শফিকুল আলম বলেন, ‘দেশের আপামর জনসাধারণ ভোট দিতে আসবেন। ছাত্র কাউন্সিলের চারটা নির্বাচন হয়েছে। এখানে ভোটার উপস্থিতি অনেক। জাতীয় নির্বাচনে সবাই ভোট দিতে আসবে।’
তিনি বলেন, ‘গত ১৭ বছরে হাসিনার সময় আমরা কেউ ভোট দিতে পারিনি। হাসিনার এমপিরা ঘুস খেতেন। প্রত্যেকটা নির্বাচনে টাকার বিনিময়ে প্রতিনিধি দিতেন। ওই টাকাটা রুলিং পার্টির নেতারা নিয়েছেন। যার ফলে জনগণ ভোট দিতে পারেনি।’
শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এরমধ্যে কাজ করতে শুরু করেছে। বর্ষার মৌসুম শেষ হলে পাড়া-মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে।’
মো. মিনারুল ইসলাম জুয়েল/আরএইচ/জিকেএস

2 weeks ago
17









English (US) ·