ফ্যান্টাসি অ্যাডভেঞ্চারে কার্তিক আরিয়ান

7 hours ago 7

আসতে চলেছে এক নতুন জগতের গল্প। রহস্য, রোমাঞ্চ আর কল্পনার মিশেলে তৈরি হতে চলেছে ‘নাগজিলা’। বলিউডের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরিয়ান আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন তার বহুল প্রতীক্ষিত ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার সিনেমা ‘নাগজিলা’র শুটিং।

অভিনেতা নিজেই তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এ খবরটি দেন। পোস্টে দেখা যায়, হাতে ক্ল্যাপবোর্ড ধরে হাস্যোজ্জ্বল কার্তিক। আর ক্যাপশনে লিখেছেন, দেখা হবে স্বাধীনতা দিবসে, ১৪ আগস্ট ২০২৬-এ।

এ সিনেমার পরিচালনায় রয়েছেন ‘ফুকরে’-খ্যাত নির্মাতা মৃগদীপ সিং লাম্বা, চিত্রগ্রাহক অমলেন্দু চৌধুরী। ছবিটি প্রযোজনা করছে ধর্মা প্রোডাকশনস (করন জোহর) ও মহাবীর জৈন ফিল্মস। এই দুই প্রযোজনা সংস্থার যৌথ উদ্যোগে শুরু হচ্ছে দীর্ঘমেয়াদি সহযোগিতা, যার লক্ষ্য দর্শকদের জন্য ‘অভূতপূর্ব বিনোদন’ পৌঁছে দেওয়া।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ১ নভেম্বর থেকে মুম্বাইয়ে শুরু হয়েছে ‘নাগজিলা’-র শুটিং। পুরো টিম উচ্ছ্বাসিত চলচ্চিত্রটি আগামী বছরের স্বাধীনতা দিবসে (১৪ আগস্ট ২০২৬) মুক্তি দেওয়ার লক্ষ্যে।

তবে ছবির নায়িকা এখনো চূড়ান্ত হয়নি। সূত্রের বরাতে জানা গেছে, ‘চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগির নেওয়া হবে, আর সেটি এমন এক চমক হবে যা ভক্তদের রোমাঞ্চিত করবে।’

এদিকে, কার্তিক বর্তমানে ব্যস্ত অনুরাগ বসু পরিচালিত আরেকটি প্রজেক্টের শুটিং নিয়েও। ব্যস্ত সময়সূচির মধ্যেও টিমের এক সদস্য জানিয়েছেন, কার্তিক ভীষণ পেশাদার। সিনেমায় প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ধরার চেষ্টা করেন।

উল্লেখ্য, ‘নাগজিলা’-র পাশাপাশি কার্তিক শিগগির দেখা দেবেন ধর্মা প্রোডাকশনস-এর আরেক রোমান্টিক কমেডি সিনেমা ‘তু মেরি মে তেরা, মে তেরা তু মেরি’-তে, যেখানে তার সহ-অভিনেত্রী অনন্যা পান্ডে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৩১ ডিসেম্বর।

Read Entire Article