বরিশালে একটি ফাঁকা রেখে ৫ আসনে প্রার্থী দিলো বিএনপি

7 hours ago 3

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে বরিশাল-৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ২৩৭ জন প্রার্থীর তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির মহাসচিবের ঘোষণা অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে লড়বেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে বিএনপি নেতা এস সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসন থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, বরিশাল-৫ (মহানগর ও সদর উপজেলা) আসন থেকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক হুইপ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসন থেকে সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। তবে বরিশাল-৩ আসনে এখনো প্রার্থী চূড়ান্ত হয়নি।

বরিশালে একটি ফাঁকা রেখে ৫ আসনে প্রার্থী দিলো বিএনপি

তবে তিনি উল্লেখ করেন, ঘোষিত প্রার্থী তালিকা পরিবর্তন হতে পারে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সহ-সাংগঠনিক সম্পাদকরা উপস্থিত রয়েছেন।

কেএইচ/এমএএইচ/এএসএম

Read Entire Article