‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারে ক্রয়-বিক্রয় কি জায়েজ?

3 hours ago 8

প্রশ্ন: বর্তমানে বিক্রি বাড়ানোর কৌশল হিসেবে অনেক কোম্পানি ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফার দিয়ে থাকে। এই অফারে নির্দিষ্ট কিছু দিনের জন্য একটি পণ্যের দামে দুটি পণ্য কেনা যায়। ইসলামে এ রকম অফারে ক্রয়-বিক্রয় করা কি জায়েজ?

উত্তর: ইসলামি শরিয়তে বিক্রি বাড়ানোর জন্য ‘বাই ওয়ান গেট ওয়ান’ বা ‘একটি কিনলে একটি ফ্রি’ অথবা বিক্রীত পণ্যের সঙ্গে অন্য কোনো উপহার দেওয়া মৌলিকভাবে জায়েজ। প্রসিদ্ধ হানাফি ফকিহ আল্লামা হাসকাফি (রহ.) বলেন, বিক্রীত পণ্যের সঙ্গে অতিরিক্ত দেওয়া জায়েজ এবং এ রকম চুক্তি হয়ে থাকলে বিক্রেতার জন্য অতিরিক্ত প্রদান করা আবশ্যক। (আদ-দুররুল মুখতার: ৪২৮)

শর্ত হলো, এ রকম অফার দিয়ে নিম্নমানের বা ত্রুটিপূর্ণ পণ্য বিক্রয় করা যাবে না। অনেক সময় দেখা যায়, পুরস্কারের লোভ দেখিয়ে নিম্নমানের বা ত্রুটিপূর্ণ পণ্য বাজারজাত করা হয় যা ক্রেতাদের সঙ্গে প্রতারণার শামিল।

ইসলামে ব্যবসাসহ যে কোনো ক্ষেত্রে ধোঁকা ও প্রতারণা নিষিদ্ধ। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসুল (সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বাজারে গিয়ে একজন বিক্রেতার স্তুপীকৃত খাদ্যপণ্যের ভেতরে হাত ঢুকিয়ে দেখলেন ভেতরের পণ্য ভেজা বা নিম্নমানের। এ অবস্থা দেখে রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, এটা কী করলে তুমি? লোকটি বললো, হে আল্লাহর রসুল! বৃষ্টি পড়ে ভিজে গিয়েছিল। রসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, ভেজা পণ্য তুমি ওপরে রাখলে না কেন? তাহলে ক্রেতারা দেখতে পেত। যে ধোঁকা দেয়, সে আমাদের দলভুক্ত নয়। (সহিহ মুসলিম: ১০২)

সুতরাং ‘বাই ওয়ান গেট ওয়ান’ অফারে ক্রয়-বিক্রয় মৌলিকভাবে জায়েজ। তবে এটাকে ধোঁকা ও প্রতারণার হাতিয়ার বানানো নাজায়েজ।

ওএফএফ

Read Entire Article