বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি হতে সোমবার (২৭ অক্টোবর) পর্যন্ত আগ্রহ দেখিয়েছে মাত্র দুটি কোম্পানি। কুমিল্লা ফাইটার্স নামে কাগজপত্র জমা দিয়েছে এসএস গ্রুপ। আর ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি পেতে আগ্রহ প্রকাশ করে আবেদন জমা দিয়েছে রিমার্ক হারল্যান।
রাজশাহী দল নিতে একটি প্রতিষ্ঠান আবেদন করলেও ফ্র্যাঞ্চাইজি ফি দুই কোটি টাকার পে অর্ডার জমা না দেওয়ায় বিপিএল গভর্নিং কাউন্সিল তা গ্রহণ করেনি। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৫টা পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি চেয়ে আবেদন করা যাবে।
এদিকে, বিপিএলের পরবর্তী আসরে অংশ না নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে অন্যতম সফল দল ফরচুন বরিশাল। ফ্র্যাঞ্চাইজিটির মালিক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এ মুহূর্তে বিপিএলে থাকা সম্ভব হচ্ছে না তাদের।
এর আগেও একই সুরে কথা বলেছিলেন মিজানুর রহমান। ক্রিকবাজের প্রতিবেদন, ফরচুন বরিশাল আসন্ন আসরের প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না পাওয়ায় টুর্নামেন্টের সময়সূচি পুনরায় বিবেচনার অনুরোধ জানিয়েছিলে বিপিএল গভর্নিং কাউন্সিলকে। বরিশাল মনে করছে অল্প সময়ের প্রস্তুতিতে দল গঠন, খেলোয়াড়দের নিশ্চিতকরণ ও অন্যান্য লজিস্টিক বিষয়ে জটিলতা তৈরি হচ্ছে। এ কারণে তারা চায় টুর্নামেন্ট শুরু হওয়ার তারিখ আরও পিছিয়ে দেওয়া হোক যাতে দলগুলো যথাযথ প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারে।
সেই সময় বরিশালের মালিক বলেছিলেন, ‘আমাদের যদি খেলোয়াড় থাকেও তবুও আমাদের অর্থসংস্থান, প্রয়োজনীয় সরঞ্জাম কেনা, খেলোয়াড়দের আনা—এই সবকিছু করতে হবে। এই এক থেকে দেড় মাসে আমরা ২৪ ঘণ্টা কাজ করলেও সম্ভব নয়। আমি আলাদা একটি স্লট চেয়েছি। যদি সময়টা পরিবর্তন করা হয়, তাহলে আমরা খেলব… কারণ আমরা সবসময় খেলাধুলার সাথেই ছিলাম, এবং এখনো আছি।’

 3 days ago
                        14
                        3 days ago
                        14
                    








 English (US)  ·
                        English (US)  ·