ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে তুরস্ক পাশে দাঁড়ানোয় দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
বৃহস্পতিবার এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘প্রিয় ভাই’ অভিহিত করে শাহবাজ জানান, তুর্কি প্রেসিডেন্টের সঙ্গে তার কথা হয়েছে এবং এই সংকটময় সময়ে পাকিস্তানের প্রতি সংহতি ও সমর্থন জানানোয় তিনি কৃতজ্ঞ।
শাহবাজ শরীফ বলেন, তিনি তুরস্কের প্রেসিডেন্টকে পাকিস্তান সেনাবাহিনীর ‘সাহসী প্রচেষ্টা’ সম্পর্কেও অবহিত করেছেন। তার ভাষায়, আমরা যেকোনো মূল্যে আমাদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করবো। দক্ষিণ এশিয়ায় উত্তেজনা কমাতে এবং শান্তি বজায় রাখতে তুরস্কের প্রচেষ্টার জন্য পাকিস্তান কৃতজ্ঞ।
আরও পড়ুন>>
- পাকিস্তানের সঙ্গে সংঘাত, ভারতের পাশে দাঁড়ালো ইসরায়েল
- পাকিস্তানের পাশে তুরস্ক, ভারতের হামলাকে বললো ‘উসকানিমূলক’
- ১৩ ইসরায়েলি ড্রোন দিয়ে পাকিস্তানে হামলা ভারতের, ১২টি ভূপাতিত
পাকিস্তান ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের ঘনিষ্ঠ কৌশলগত সম্পর্ক রয়েছে।
শাহবাজের বক্তব্যের একদিন আগেই তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, পাকিস্তান ও পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর লক্ষ্য করে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা ‘পূর্ণমাত্রার যুদ্ধের ঝুঁকি বাড়াচ্ছে’।
বিবৃতিতে তুরস্ক বলেছে, আমরা বেসামরিক জনগণ ও অবকাঠামোর ওপর হামলাসহ এমন উসকানিমূলক পদক্ষেপের নিন্দা জানাই। একই সঙ্গে, ২২ এপ্রিল ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরে সংঘটিত সন্ত্রাসী হামলার বিষয়ে তদন্তের আহ্বান জানানো পাকিস্তানের দাবিরও প্রতি সমর্থন জানিয়েছে তুরস্ক।
উল্লেখ্য, এই হামলার জন্য দিল্লি ইসলামাবাদকে দায়ী করলেও পাকিস্তান তা অস্বীকার করেছে।
সূত্র: সিএনএন
কেএএ/

5 months ago
151









English (US) ·