মারা গেছেন তিনবার অস্কার-মনোনীত অভিনেত্রী ডায়ান ল্যাড

1 day ago 1

হলিউডের কিংবদন্তি অভিনেত্রী ডায়ান ল্যাড আর নেই। গতকাল সোমবার ক্যালিফোর্নিয়ার ওহাই শহরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

আট দশকজুড়ে দীর্ঘ অভিনয় জীবনে তিনবার অস্কারে মনোনীত হয়েছিলেন এই গুণী অভিনেত্রী। মার্টিন স্করসেজির ‘অ্যালিস ডাজ়ন’ট লিভ হিয়ার এনিমোর’, ডেভিড লিঞ্চের ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ এবং ‘র‌্যাম্বলিং রোজ’ - এই তিন ছবির জন্যই সেরা পার্শ্ব অভিনেত্রীর বিভাগে অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি।

আরও পড়ুন
যে সুন্দরীকে নিয়ে পঞ্চম মুকুট জয়ের স্বপ্ন দেখছে ফিলিপাইন
রহস্যময় ভিডিওতে নতুন অ্যাভেঞ্জার্স নিয়ে উত্তেজনা

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন মেয়ে, অস্কারজয়ী অভিনেত্রী লরা ডার্ন। ইনস্টাগ্রামে দেওয়া এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আমার অসাধারণ নায়িকা এবং মায়ের আত্মা আজ সকালে আমার পাশে থেকেই স্বর্গে পাড়ি জমিয়েছেন। তিনি আমার জীবনের সর্বশ্রেষ্ঠ উপহার।’

১৯৩৫ সালে মিসিসিপিতে জন্ম নেওয়া ডায়ান ল্যাড দক্ষিণী সংস্কৃতির প্রতিচ্ছবি হয়ে ওঠেন। টেলিভিশন, মঞ্চ এবং সিনেমায় সমান পারদর্শিতায় অভিনয় করেছেন তিনি। স্করসেজির ‘অ্যালিস ডাজ়ন’ট লিভ হিয়ার এনিমোর’ ছবিতে এক চটপটে ওয়েট্রেস চরিত্রে অভিনয় করে বড় পর্দায় পরিচিতি পান।

পরবর্তীতে ডেভিড লিঞ্চের কাল্ট ক্লাসিক ‘ওয়াইল্ড অ্যাট হার্ট’ ছবিতে তিনি অভিনয় করেন মেয়ে লরা ডার্নের মা হিসেবে। এক ভয়ংকর প্রতিশোধপরায়ণ নারীর চরিত্রে তার অভিনয় তাকে এনে দেয় আন্তর্জাতিক প্রশংসা।

এর পরের বছর ‘র‌্যাম্বলিং রোজ’ ছবিতেও মা-মেয়ের জুটি আবার পর্দায় আসে। যা ৯০-এর দশকের অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত হয়।

অভিনেত্রী লরা ডার্ন শোকবার্তায় আরও লেখেন, ‘তিনি শুধু এক মহান অভিনেত্রী নন, ছিলেন সৃষ্টিশীল এক আত্মা। তিনি পৃথিবীকে ভালোবাসতেন নিঃস্বার্থভাবে। এখন তিনি স্বর্গে তার দেবদূতদের সঙ্গে উড়ছেন।’

তবে তার মৃত্যুর কারণ জানা যায়নি।

এলআইএ/এমএস

Read Entire Article