অধিনায়ক হিসেবে তার জয়ের রেকর্ড অনেক কম। এই সিরিজের আগে ১০ খেলায় ক্যাপ্টেন মিরাজের ট্র্যাক রেকর্ড ছিল বেশ খারাপ। ১০ ম্যাচে তার নামের পাশে ছিল একটি মাত্র জয়। শুধু জয় কম বলেই নয়, অধিনায়ক মিরাজের ব্যক্তিগত পারফরমেন্সও সন্তোষজনক না। তাই পারফরমার মিরাজ ও অধিনায়ক মিরাজ দুইই সমালোচকদের লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছেন। আর যেহেতু ওয়েস্ট ইন্ডিজের সাথে এই সিরিজের আগে দলও পর পর ৪ সিরিজ হেরেছে, তাই দলের ব্যর্থতা নিয়েও অনেক কথা বার্তা হচ্ছে।
খুব স্বাভাবিকভাবেই অধিনায়ক মিরাজের সামগ্রিক পারফরমেন্স নিয়ে নানা তির্যক কথাবার্তা। মিডিয়ায় নানা প্রশ্ন। নাজমুল হোসেন শান্তকে সরিয়ে মিরাজকে অধিনায়ক করা হয়েছিল কেন? এমন প্রশ্নও উঠছে।
গতকাল বৃহস্পতিবার প্রেস বক্সে এসে ঠিক এমন প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলও।
প্রশ্ন উঠলো, যে ক্যাপ্টেন ১২ খেলায় (গতকালকের ম্যাচের ফল ধরা হয়নি) মাত্র দুটিতে জেতেন আর বাকি ১০টিতে হারেন। আপনি তার ক্যাপ্টেন্সিকে কিভাবে রেইট করেন?
উত্তর দিতে গিয়ে আমিনুল ইসলাম বুলবুল ওই পরিসংখ্যানকে বিবেচনায় এনেছেন। পাশাপাশি শুধু জয়-পরাজয় তথা পরিসংখ্যানের আলোকেই মিরাজের অধিনায়কত্বকে বিবেচনায় না আনার কথা বলেন।
বিসিবি প্রধানের কথা, 'হ্যাঁ, এটা ঠিক যে আজকাল সর্বত্রই ডেটাভিত্তিক মূল্যায়ন হয়। তবে পাশাপাশি কোন উইকেটে খেলা হয়েছে, সিচ্যুয়েশন কেমন ছিল, যে দল নিয়ে খেলেছেন ক্যাপ্টেন, তার টিম কম্বিনেশন কেমন ছিল এবং প্রতিপক্ষ দল কে বা কারা ছিল, তাদের শক্তিমত্তা কি; এসবও বিবেচনায় আনা উচিত। মোদ্দা কথা এসব বিবেচনায় এনে তবেই একজন অধিনায়কের পারফরমেন্সের মূল্যায়ন করা উচিত।'
আরেক প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি বলেন, 'আসলে মিরাজ একেবারে নতুন ক্যাপ্টেন। তবে আমরা সবাই জানি মিরাজ একজন ক্যাপ্টেনস মেটেরিয়াল। তাই তাকে একটু সময় দিতে হবে এবং মাথায় রাখতে হবে খেলায়তো জয়-পরাজয় থাকবেই। তবে এটাও ঠিক যে একটা ক্যাপ্টেনের ম্যাচিউরিটি দেখা যায়, বোঝা যায়, তার মধ্যে সেই পটেনশিয়ালিটি আছে কিনা।'
মিরাজ অধিনায়ক থাকবেন কি থাকবেন, সেটা নিয়ে ধোঁয়াশা রেখেই দিলেন বিসিবি সভাপতি।
এমএমআর/জিকেএস

2 weeks ago
15









English (US) ·