মেট্রোরেল ও দেশের সব ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান নিয়ন্ত্রণ ও নিয়মিত রক্ষণাবেক্ষণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে করা হয়েছে।
সোমবার (২৭ অক্টোবর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করেন আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন।
রিটের শুনানি মঙ্গলবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি আসিফ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চে অনুষ্ঠিত হবে।
রিটে মেট্রোরেলের রক্ষণাবেক্ষণ কার্যক্রম ঠিকভাবে তদারকির জন্য একটি উচ্চক্ষমতা সম্পন্ন বিশেষজ্ঞ কমিটি গঠনের অনুরোধ করা হয়েছে। পাশাপাশি দেশের সব ফ্লাইওভার যেন নিয়মিত পরীক্ষা ও রক্ষণাবেক্ষণের আওতায় থাকে, সে বিষয়েও নির্দেশনা চাওয়া হয়েছে।
উল্লেখ্য, গতকাল রোববার (২৬ অক্টোবর) রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের বেয়ারিং প্যাড পিলার থেকে খুলে নিচে পড়ে গেলে আবুল কালাম নামে এক ব্যক্তি মারা যান এবং আরও দুজন আহত হন।
এ ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয় এবং অনেকেই মনে করছেন বড় অবকাঠামোগুলোর নিয়মিত পরিদর্শন ও রক্ষণাবেক্ষণ এখন সময়ের দাবি।

4 days ago
13









English (US) ·