রাতে বাস থামিয়ে তিন পদের ২৮ মণ মাছ জব্দ
                    
            
            পটুয়াখালীর কলাপাড়ায় অন্তরা পরিবহন নামে একটি বাসে যৌথ অভিযান চালিয়ে ২৮ মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। মঙ্গলবার রাত ১০টায় পুলিশ কলাপাড়া পৌর শহরে বাসটি থামিয়ে তল্লাশি করে। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার ভূমি) ইয়াসিন সাদিক উপস্থিত ছিলেন। 
বাসটি থেকে একটি ককসেট ভর্তি সামুদ্রিক চিংড়ি, লইট্টা ও পোয়া মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ কলাপাড়া হেলিপোর্ট মাঠে বিভিন্ন এতিমখানা ও মাদরাসাসহ অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়। 
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপুসাহা জানান, চলমান ৫৮ দিনের নিষেধাজ্ঞায় কিছু অসাধু জেলে ও ব্যবসায়ী পরিবহন যোগে এসব সামুদ্রিক মাছ চালান দিয়ে দিচ্ছিলেন। রাতে চাপলি থেকে ছেড়ে আসা অন্তরা পরিবহনে তল্লাশি করে এসব মাছ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় তিন লাখ টাকা। তবে এসময়ে কোনো ব্যবসায়ীকে পাওয়া যায়নি। নিষেধাজ্ঞাকালীন এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।                    
                    
        
        
                        5 months ago
                        99
                    








                        English (US)  ·