শ্রীলঙ্কায় একটি হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় সামরিক কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (৯ মে) বিমানবাহিনীর একজন কর্মকর্তা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শ্রীলঙ্কার মধ্যাঞ্চলে মাদুরু ওয়া জলাধারে বেল ২১২ মডেলের হেলিকপ্টার বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে এক ডজন সশস্ত্র বাহিনীর সদস্য ছিলেন।
শ্রীলঙ্কা বিমানবাহিনীর মুখপাত্র গ্রুপ ক্যাপ্টেন এরান্ডা গিগানাগে বলেন, হেলিকপ্টার দুর্ঘটনার খবরে তারা সেখানে ছুটে যান। বিধ্বস্ত হেলিকপ্টার থেকে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ছয়জন মারা গেছেন।
তিনি আরও বলেন, একটি পাসিং-আউট কুচকাওয়াজে গ্র্যাপলিং অনুশীলন পরিচালনা করার জন্য হেলিকপ্টারটি নিযুক্ত করা হয়েছিল। চারজন বিশেষ বাহিনীর কর্মী এবং দুজন বিমান বাহিনীর গানার আহত হয়ে মারা গেছেন।
তিনি দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। বলেন, এ বিষয়ে তদন্তে চলছে। এখন এর বেশি তথ্য দেওয়া সম্ভব নয়। পরে সামরিক বাহিনীর সিদ্ধান্ত মোতাবেক সাংবাদিকদের বাড়তি তথ্য জানানো হবে।
প্রসঙ্গত, মাত্র একদিন আগে পাশের দেশ ভারতে হেলিকপ্টার দুর্ঘটনায় ছয় পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশীর কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, হেলিকপ্টারটিতে সাতজন আরোহী ছিলেন। বাকি জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
যাত্রী ভর্তি হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের দিকে উড়ে যাচ্ছিল। সেখান থেকে পর্যটকদের সড়কপথে প্রায় ৩০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গাঙ্গনানির উদ্দেশে যাওয়ার কথা ছিল।

5 months ago
36









English (US) ·