কখনো সাহসী চরিত্রে অভিনয় করে বিতর্কে জড়িয়েছেন, আবার কখনো যৌন হেনস্থার বিরুদ্ধে আওয়াজ তুলে সমালোচনার মুখে পড়েছেন তিনি। তবুও প্রতিবাদ থামাননি বলিউড অভিনেত্রী অহনা কুমরা। কিন্তু একসময় এমন মানসিক সংকটে পড়েছিলেন, যে নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলেন তিনি।
২০১৩ সালে বলিউডে পা রাখেন অহনা। অমিতাভ বচ্চন, নাসিরুদ্দিন শাহের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’, ‘দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার’, ‘সেলাম ভেঙ্কি’র মতো ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন। হিন্দির পাশাপাশি তুলু ভাষার ছবিতেও কাজ করেছেন অহনা। কিন্তু ঝলমলে বলিউডের অন্দরে গিয়ে দেখেছিলেন তিক্ত বাস্তবতা, যা তাকে গভীরভাবে ভেঙে দিয়েছিল।
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, চলচ্চিত্রজগতের ভেতরের কঠিন বাস্তব দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এমনকি আত্মহত্যার কথাও তার মাথায় এসেছিল। বলিউড পরিচালক সাজিদ খানের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন অহনা। এর পর থেকেই একের পর এক কাজ হাতছাড়া হতে থাকে। হতাশায় ডুবে যান তিনি।
তবে হার মানেননি অহনা। নিজের ভেতরের শক্তিতে ভর করে ধীরে ধীরে সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ান। তার ভাষায়, ‘আমি নিজেকে বোঝালাম—এই কাজে যদি ব্যর্থ হই, তাহলে অন্য কিছু করতে পারব। আমি জানি, আরও অনেক প্রত্যাখান অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু নিশ্চয়ই এমন কিছু কাজ আছে, যা আমি মন দিয়ে ভালোভাবে করতে পারব’।

এরই মধ্যে নতুন বিপদে পড়েছেন অভিনেত্রী। জানা গেছে, খুনের হুমকি পাচ্ছেন অহনা কুমরা। সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ নামের একটি অনুষ্ঠানে ভোজপুরি অভিনেতা পবন সিংয়ের সঙ্গে অংশ নিয়েছিলেন তিনি। প্রতিযোগিতার সময় দু’জনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়, পরে তারা অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যান। বিদায় নেওয়ার সময় একে অপরের কাছে ক্ষমাও চেয়েছিলেন দু’জনেই। তবুও সেই ঘটনার রেশ ভয়ঙ্কর আকার নিয়েছে। অহনার দাবি, এরপর থেকেই নানাভাবে হুমকি পাচ্ছেন তিনি।
আরও পড়ুন:
‘দেলুপি’র গানে শোনা গেল মান্নার কণ্ঠ
সুখবর দিলেন রামচরণ
বলিউডের উজ্জ্বল আলোয় যেভাবে লুকিয়ে থাকে সংগ্রাম ও মানসিক চাপের গল্প, অহনা কুমরার এই অভিজ্ঞতা যেন তারই নির্মম প্রতিচ্ছবি।
এমএমএফ/এমএস

2 weeks ago
19









English (US) ·